source: adobe stock |
স্থাপনকাল : ১৭৮৭ সাল ( ইস্ট ইন্ডিয়া কোম্পানী ঘোষিত বাংলার প্রথম জেলা ) ।
ভৌগােলিক অবস্থান: উত্তর অক্ষাংশ ২৪ ° ১১’ এবং ২২ ° ৫৩’ - এর মধ্যে বিস্তৃত এবং দ্রাঘিমাংশ ৮৮°৪৮’ পূর্ব থেকে ৮৮ ° ০৯’ পূর্বের মধ্যে অবস্থিত ।
সীমানা : উত্তরে মুর্শিদাবাদ , দক্ষিণে উত্তর ২৪ পরগনা , পূর্বে বাংলাদেশ ও পশ্চিমে বর্ধমান
আয়তন : ৩,৯১৭ বর্গকিমি ।
জেলা সদর : কৃষ্ণনগর ।
মহকুমার সংখ্যা : ৪ টি । কল্যাণী , রানাঘাট , কৃয়নগর , তেহট্ট ।
ভূ - প্রকৃতি : এই জেলাটি মূলত পলি দ্বারা গঠিত সমতলভূমি । পরিণত ব - দ্বীপের অংশ এই নদিয়া । নদিয়ার প্রধান নদী জলঙ্গী ও চূর্ণী । এই নদীগুলির পথ সর্পিল হওয়ায় জায়গায় অনেক বিল তৈরি হয়েছে । ক্রমাগত পলি পড়ে ও মজে গিয়ে এই নদীগুলির প্রবাহ কমশ বন্ধ হয়ে গেছে । তাই বর্ষার সময় এই জেলার বহু অঞলে বন্যা হয় । কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত এই জেলাটিতে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম অনুভুত হয় ।
মৃত্তিকা : প্রধানত পলি ও দোঁআশ মৃত্তিকা ।
0 Comments