Ticker

6/recent/ticker-posts

একনজরে নদীয়া জেলা

source: adobe stock

   

    স্থাপনকাল : ১৭৮৭ সাল ( ইস্ট ইন্ডিয়া কোম্পানী ঘোষিত বাংলার প্রথম জেলা ) । 

ভৌগােলিক অবস্থান: উত্তর অক্ষাংশ ২৪ ° ১১ এবং ২২ ° ৫৩ - এর মধ্যে বিস্তৃত এবং দ্রাঘিমাংশ ৮৮°৪৮ পূর্ব থেকে ৮৮ ° ০৯ পূর্বের মধ্যে অবস্থিত । 

সীমানা : উত্তরে মুর্শিদাবাদ , দক্ষিণে উত্তর ২৪ পরগনা , পূর্বে বাংলাদেশ ও পশ্চিমে বর্ধমান 

আয়তন  : ৩,৯১৭ বর্গকিমি । 

জেলা সদর :  কৃষ্ণনগর  ।

 মহকুমার সংখ্যা : ৪ টি । কল্যাণী , রানাঘাট , কৃয়নগর , তেহট্ট । 

ভূ - প্রকৃতি : এই জেলাটি মূলত পলি দ্বারা গঠিত সমতলভূমি । পরিণত ব - দ্বীপের অংশ এই নদিয়া । নদিয়ার প্রধান নদী জলঙ্গী ও চূর্ণী  । এই নদীগুলির পথ সর্পিল হওয়ায় জায়গায় অনেক বিল তৈরি হয়েছে । ক্রমাগত পলি পড়ে ও মজে গিয়ে এই নদীগুলির প্রবাহ কমশ বন্ধ হয়ে গেছে । তাই বর্ষার সময় এই জেলার বহু অঞলে বন্যা হয় । কর্কটক্রান্তি রেখার  উপর অবস্থিত এই জেলাটিতে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম অনুভুত হয় । 

মৃত্তিকা : প্রধানত পলি ও দোঁআশ মৃত্তিকা ।


উষ্ণতা : সর্বোচ্চ ৪৩ সেলসিয়াস ও সর্বনিম্ন ১০ সেলসিয়াস ।

 নদ - নদী :প্রধান নদী জলঙ্গী ও চূর্ণী । অন্যান্য নদীগুলি হল ইছামতি , ভৈরব , ভাগীরথী ও মাথাভাঙ্গা। 

 স্বাভাবিক উদ্ভিদ :আম , জাম , তাল , সুপারি , শাল , সেগুন , কাঁঠাল ইত্যাদি ।
 
অভয়ারণ্য : বেথুয়াডহরি অভয়ারণ্য হরিণের জন্য বিখ্যাত । 

জনসংখ্যা  : ৫১,৬৮,৪৮৮ জন ( রাজ্যের মোট জনসংখ্যার ৫.৭৪ শতাংশ ) । 

মহিলা : ২৫,১৩,৪৩২ জন ।
 
জনঘনত্ব  : ১,৩১৬ জন ।

 জনসংখ্যা বৃদ্ধির হার : ১২.২৪ শতাংশ । 

লিঙ্গা অনুপাত  : ৯৪৭ ( প্রতি ১০০০ জন পুরুষে ) 

সাক্ষরতার হার  : মােট ৭৫.৫৮ শতাংশ ; পুরুষ ৭৯.৫৮ শতাংশ ও মহিলা ৭১.৩৫ শতাংশ 
 
শিক্ষা প্রতিষ্ঠান : বিশ্ববিদ্যালয় ৩ টি । কল্যাণী বিশ্ববিদ্যালয় ( স্থাপিত ১৯৬০ ) , বিধানচন্দ্ৰ কৃষি বিশ্ববিদ্যালয় ( স্থাপিত ১৯৭৪ ) , পশ্চিমবঙ্গা প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় ( স্থাপিত ১৯৯৫ ) ।

 পুরসভা ( প্রতিষ্ঠা বছর )  : ১১ টি । 

গ্রাম পঞ্চায়েত:   ১৮৭ টি । 

পঞ্চায়েত সমিতি: ১৭ টি । 

ব্লক: ১৭ টি । 

 থানা: ২০ টি । 

লােকসভা আসন  : ২ টি – রানাঘাট ( ' তফশিলি জাতি ) , কৃয়নগর । 

বিধানসভা আসন:  ১৭ টি

যােগাযােগ ও পরিবহন  পূর্ব রেলের শিয়ালদহ শাখা থেকে জেলার উল্লেখযোগী স্টেশন পলাশি , বেথুয়াডহরি , কুয়নগর , রানাঘাট , শান্তিপুর , বগুলা , চাকদহ , কল্যাণী প্রভৃতি স্থানের  যােগাযােগ রয়েছে । এছাড়া জেলার মধ্য দিয়ে ৩৪ নং জাতীয় সড়ক গেছে।
 

Post a Comment

0 Comments