|
source: adobe stock |
স্থাপনকালঃ ২৪ আগস্ট ১৬৯০। যদিও কলকাতা হাইকোর্টের রায়ে সম্প্রতি এই প্রতিষ্ঠা দিবস বাতিল বলে ঘােষিত হয়েছে।
ভৌগােলিক অবস্থান : উত্তর অক্ষাংশ ২২ ° ৩৩’ - এর মধ্যে বিস্তৃত এবং দ্রাঘিমাংশ ৮৮°৩০’ পূর্বের মধ্যে অবস্থিত।
সীমানা : উত্তরে উত্তর ২৪ পরগনা , পূর্বে ও দক্ষিণে দক্ষিণ ২৪ পরগনা , পশ্চিমে হুগলি।
আয়তন : ১৮৭.৩৩ বর্গকিমি।।
জেলা সদর : কলকাতা।
মহকুমার সংখ্যা : কলকাতার কোনাে মহকুমা নেই।
ভূ - প্রকৃতি : পলিমাটি নির্মিত সমতলভূমি।
মৃত্তিকা : পলি ও দো - আঁশ মাটি।
জলবায়ু :নাতিশীতােয় ।
নদ - নদী : একমাত্র এবং প্রধান নদী হুগলি নদী ।
স্বাভাবিক উদ্ভিদ : আম , জাম , কাঁঠালসহ সকল স্বাভাবিক উদ্ভিদ ।
জনসংখ্যা : ৪৪,৮৬,৬৭৯ জন । ( রাজ্যের মােট জনসংখ্যার ৪.৯১ শতাংশ )
পুরুষ : ২৩,৬২,৬৬২ জন ।
মহিলা : ২১,২৪,০১৭ জন ।
জনঘনত্ব : ২৪,২৫২ জন ।
জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৮৮ শতাংশ ।
লিঙ্গ অনুপাত : ৮৯৯ ( প্রতি ১০০০ জন পুরুষে ) শতাংশ ।
সাক্ষরতার হার : মােট ৮৭.১৪ শতাংশ । পুরুষ ৮৯.০৮ শতাংশ এবং মহিলা ৮৪.৯৮ শতাংশ। সাক্ষরতায় পশ্চিমবঙ্গে দ্বিতীয় স্থান অধিকার করে আছে কলকাতা।
লােকসভা আসন : ২ টি । কলকাতা দক্ষিণ , কলকাতা উত্তর ।
বিধানসভা আসন : ১১ টি । শ্যামপুকুর , জোড়াসাঁকো , বেলেঘাটা , এন্টালি , মানিকতলা , চৌরঙ্গি , কাশীপুর - বেলগাছিয়া , বালিগঞ্জ , রাসবিহারী , কোলকাতা পাের্ট , ভবানীপুর ।
যােগাযোেগ ও পরিবহন : কলকাতায় মেট্রো রেল , চক্ররেল এবং পৃথিবীর ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদহ অবস্থিত । ভারতের সঙ্গে পূর্ব এবং দক্ষিণ - পূর্ব রেলপথ এবং সড়কপথের দ্বারা সরাসরি কলকাতা যুক্ত । জাতীয় সড়ক NH ৩৪ এই জেলার ওপর দিয়ে গেছে ।
কৃষিজ উৎপাদন : কলকাতার পূর্বদিকে কিছু শাক - সবজির চাষ হয় ।
অর্থনীতি : মিশ্র অর্থনীতি।
থানা : ৬৬ টি।
আদালতের সংখ্যা : রাজ্যের একমাত্র হাইকোর্ট কলকাতা হাইকোর্ট ’ ( স্থাপিত ১৮৬২ খ্রিস্টাব্দে ) এখানে অবস্থিত । ২০১২ সালে কলকাতা হাইকোর্টের সার্ধশতবর্ষ পালিত হল।
গ্রন্থাগারের সংখ্যা : ৯৬ টি । তার মধ্যে প্রধান হল – ন্যাশনাল লাইব্রেরি , কলকাতা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ইম্পিরিয়াল লাইব্রেরি , বঙ্গীয় সাহিত্য পরিষদ , রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার , রামমােহন লাইব্রেরি , কেন্দ্রীয় রাজ্য গ্রন্থাগার ইত্যাদি ।
ডাকঘরের সংখ্যা : ২৬৬ টি ।
ক্রীড়াঙ্গন : গড়ের মাঠ , যুবভারতী ক্রীড়াঙ্গন , নেতাজি ইন্দোর স্টেডিয়াম , ইডেন উদ্যান , মােহনবাগান ক্রীড়াঙ্গন , ইস্টবেঙ্গল ক্রীড়াঙ্গন ও মহামেডান ক্রীড়াঙ্গন ।
থিয়েটার হল : মােট ২০ টি থিয়েটার হল আছে ।
প্রধান উৎসব : এখানে সর্ব ধর্ম সমন্বয়ের জন্য সব ধরনের অনুষ্ঠানই পালিত হয় ।
প্রধান মেলা : বই মেলা , শিল্প মেলা , বিদ্যাসাগর মেলা , হস্ত ও কারুশিল্প মেলা ।
0 Comments