source: wikipedia.org
স্থাপনকাল : ১ মার্চ ১৯৮৬
ভৌগােলিক অবস্থান : উত্তর অক্ষাংশ ২৩ ° ১৫'২ ” এবং ২২ °১১'০৬ ” -এর মধ্যে বিস্তৃত এবং দ্রাঘিমাংশ ৮৯ ° ০৫ পূর্ব থেকে ৮৮ ° ২০ পূর্বের মধ্যে অবস্থিত।
সীমানা : পূর্বে বাংলাদেশ , দক্ষিণে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা , উত্তরে নদিয়া এবং পশ্চিমে হগলি নদী । আয়তন : ৪,০৯৪ বর্গকিমি।
জেলা সদর : বারাসাত।
মহকুমার সংখ্যা : ৫ টি । বসিরহাট , ব্যারাকপুর , বারাসাত সদর , বিধাননগর ও বনগাঁ।
ভুপ্রকৃতি : পলিমাটি নিমিত সমতলভূমি।
মৃত্তিকা : পলি ও দোঁআশ মাটি।
জলবায়ু : নাতিশীতােয়।
উষ্ণুতা : সর্বোচ্চ ৪৩ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন ৯ ডিগ্রী সেলসিয়াস।
নদ - নদী : হুগলি , ইছামতি নদ , যমুনা , বিদ্যাধরী , কালিন্দী ও রায়মঙ্গল।
স্বাভাবিক উদ্ভিদ : আম , জাম , কাঠাল , নারকেল , তাল , সুপারি ইত্যাদি।
জনসংখ্যা : ১০,০৮২,৮৫২ জন । ( রাজ্যের মােট জনসংখ্যার ১১.১৪ শতাংশ )
পুরুষ : ৫১,৭২ , ১৩৮ জন।
মহিলা : ৪, ৪৯ , ১০,৭১৪ জন।
জনঘনত্ব : প্রতি বর্গকিমিতে ২,৪৬৩ জন।
জনসংখ্যা বৃদ্ধির হার : ১২.৮৬ শতাংশ।
লিঙ্গ অনুপাত : ৯৪৯ ( প্রতি ১০০০ জন পুরুষে )
সাক্ষরতার হার : মােট ৮৪.৯৫ শতাংশ ( রাজ্যে তৃতীয় ) । পুরুষ ৮৮.৬৬ শতাংশ এবং মহিলা ৮১.০৫ শতাংশ।
বিশ্ববিদ্যালয় : ১ টি ( পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয় )
পুরসভা ( প্রতিষ্ঠা বছর ) : মােট ২৯ টি । বারাসাত ( ১৮৬৯ ) , বরানগর ( ১৮৯২ ) , বাদুড়িয়া ( ১৯২৯ ) , বনগাঁ ( ১৯৫৪ ) , অশােকনগর - কল্যাণগড় ( ১৯৬৮ ) , ব্যারাকপুর ( ১৯১৬ ) , গােবরডাঙা ( ১৮১০ ) , বসিরহাট ( ১৮৬৯ ) , দমদম ( ১৮৭০ ) , ভাটপাড়া | ( ১৮৯৯ ) , গারুলিয়া ( ১৮৬৯ ) , হাবড়া ( ১৯৭৯ ) , কামারহাটি ( ১৮৯২ ) , নৈহাটি ( ১৮৬৯ ) , খড়দহ ( ১৮৬৯ ) , কঁচরাপাড়া ( ১৯১৭ ) , নব ব্যারাকপুর ( ১৯৬৫ ) , উত্তর ব্যারাকপুর ( ১৮৬৯ ) , দক্ষিণ দমদম ( ১৮৬৯ ) , উত্তর দমদম ( ১৮৭০ ) , পানিহাটি ( ১৯০০ ) , ' টাকি | ( ১৮৬৯ ) , টিটাগড় ( ১৮৯৫ ) এবং হালিশহর ( ১৯০৩ ) , বিধাননগর ( ১৮৮৯ ) , মধ্যমগ্রাম ( ১৯৯৩ ) , রাজারহাট - গােপালপুর ( ১৯৯৪ )।
গ্রাম পঞ্চায়েত : ২০০ টি।
পঞ্চায়েত সমিতি : ২২ টি।
ব্লক :২২ টি । আমডাঙ্গা , বাদুরিয়া , বাগদা , বারাসাত -১ , বারাসাত -২ , বারাকপুর -১ , বারাকপুর -২ , বসিরহাট -১ , বসিরহাট -২ , বনগাঁও , দেগঙ্গা , গাইঘাটা , হাবড়া -১ , হাবড়া-২ , হাড়ােয়া , হাসনাবাদ , হিঙ্গলগঞ্জ , মিনাখাঁ , রাজারহাট , সন্দেশখালি -১ , সন্দেশখালি -২ , স্বরূপনগর।
থানা : ৪১ টি।
লােকসভা আসন :৫ টি । বনগাঁ ( তফশিলি জাতি ) , বারাকপুর , বারাসাত , বসিরহাট, দমদম।
বিধানসভা আসন : ৩৩ টি । বারাসাত , বনগাঁ - উঃ ( তফশিলি জাতি ) , বনগাঁ - দঃ | ( তফশিলি জাতি ) , সন্দেশখালি ( তফশিলি উপজাতি ) বাগদা ( তফশিলি জাতি ) , হাবড়া , গাইঘাটা ( তফশিলি জাতি ) , দেগঙ্গা , ।বসিরহাট দঃ , বসিরহাট উঃ ,। অশােকনগর , বাদুড়িয়া , স্বরুপনগর ( তফশিলি জাতি ) , হাড়ােয়া ( তফশিলি জাতি ) , মিনাখা ,নােয়াপাড়া , হিঙ্গালগঞ্জ ( তফশিলি জাতি ) , বীজপুর , আমডাঙ্গা , ভাটপাড়া , নৈহাটি , জগদ্দল , রাজারহাট গোপালপুর , রাজারহাট নিউটাউন ( তফশিলি জাতি ) , ব্যারাকপুর , পানিহাটি , খড়দহ , বরানগর , মধ্যমগ্রাম , দমদম উঃ , দমদম , বিধাননগর , কামারহাটি।
যােগাযােগ ও পরিবহন :রেলপথ ১৬২.৭০ কিমি ও সড়কপথ ১,৩৪৮ কিমি (পাকা ১,৩৪৩ কিমি এবং কাঁচা ৫ কিমি ) । জাতীয় সড়ক NH - 34 , NH - 35 এই জেলার ওপর দিয়ে গেছে।
কৃষিজ উৎপাদন :ধান ও গম উৎপাদনে এই জেলা পশ্চিমবঙ্গে অষ্টম স্থান অধিকার করে আছে । এছাড়া তৈলবীজ , পাট ও আলু চাষ হয়।
বাণিজ্য কেন্দ্র :কঁচরাপাড়া , নৈহাটি ও বারাসাত।
শিল্প : জেলার প্রধান প্রধান শিল্পগুলি হল পাটকল , বস্ত্রশিল্প , চর্মশিল্প , সেরামিক শিল্প , অর্ডন্যান্স ফ্যাক্টরি , চশমার কাচ ও লেন্স তৈরি , হস্তচালিত তাঁতকল ইত্যাদি।
হাসপাতালের সংখ্যা : সরকারি হাসপাতাল ১৪ টি , স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা ১০২ টি ও পরিবার কল্যাণ কেন্দ্র ৭৬৭ টি।
গ্রন্থাগারের সংখ্যা : ২২১ টি।
ক্রীড়াঙ্গন : সল্টলেক স্টেডিয়াম ও বারাসাত স্টেডিয়াম।
থিয়েটার মঞ ও নাট্যমঞ : সুকান্ত সদন ( ব্যারাকপুর ) , ঐক্যতান ( নৈহাটি )।
প্রধান উৎসব: দুর্গাপূজা , কালীপূজা , দোলযাত্রা , ঈদ , মহরম্ ও নববর্ষ।
0 Comments