Ticker

6/recent/ticker-posts

পশ্চিমবঙ্গের লােক উৎসব

source:adobe stock 

 

হুল উৎসব :

      পশ্চিম মেদিনীপুরের লালগড় অঞ্চলে এই উৎসব প্রতি বছর ১৫ আষাঢ় পালিত হয়। সিধাে - কানহু এই দিনে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘােষণা করেছিল । সাঁওতাল পুরুষ - মহিলারা সকাল থেকে অভুক্ত থাকার পর গাঁয়ের এক জায়গায় সবাই মিলে পুজো করে । পুরুষরা নতুন গেঞ্জি ও ধুতি পরে , মেয়েরা নতুন লালপেড়ে সাদা শাড়ি । পুজোর পরে খাওয়া সেরে পুরুষরা মাদল বাজায় এবং মেয়েরা একে অন্যের কোমর জরিয়ে ধরে সেই তালে নাচে 

 সােহরাই বা বাঁধনা উৎসব :

       কার্তিক আমাবস্যায় কৃষিজীবি আদিবাসীরা চাষের সঙ্গী গরু - কাড়া সম্মানে যে উৎসবে মাতেন তার নাম ' বাঁদনা উৎসব ’ । তিন দিন ধরে এই উৎসবে আদিবাসী চাষি গােয়ালের গরু - মােষ - ছাগলের শিং তকতকে করে মেজে সিঁদুর লেলে  দেন।  পরিষ্কার পরিচ্ছন্ন করেন গােয়ালঘর । মেয়েরা ঘরদুয়ারে  আলপনা দেয় ।গবাদি পশুকে আতপ চালের অর্ঘ্য  দেওয়া হয় । পরের দিন নাকাড়া - মাদল বাজিয়ে বসে নাচের আসর । তারপর নিদিষ্ট প্রথা মেনে চলে সারারাত নাচ - গান আদিবাসী উপকথায়  বলে , এই দিনটিতে স্বয়ং শিব গােয়ালে গােয়ালে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন । প্রধানত সাঁওতাল , হাে , মুন্ডা , ওরাওঁ ও কুর্মালি  — এই আদিবাসিন্দাদের বিভিন্ন গোষ্ঠীই  এই সােহরাইয়ের শরিক । পশ্চিমবঙ্গের জঙ্গলমহল , উত্তরবঙ্গের চা বাগান এবং  ওড়িশা,মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে এই প্রাচীন উৎসব পালিত হয় ।



Post a Comment

0 Comments