Ticker

6/recent/ticker-posts

পশ্চিমবঙ্গের জনসংখ্যা ।

source: adobe stock

 

পশ্চিমবঙ্গের জনসংখ্যা ২০১১ সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের   জনসংখ্যা ৯ কোটি ১৩ লক্ষ ৪৭ হাজার ৭৩৬ জন (২০২০ তে হয়েছে ১০.০৯ কোটি )

                    ৮৮,৭৫২ বর্গকিলােমিটার আয়তনের মধ্যে এই জনসংখ্যা ছড়িয়ে আছে । ভারতের ৭.৫ শতাংশ(৮ শতাংশ বর্তমান)মানুষ পশ্চিমবঙ্গে বাস করে । অর্থাৎ ভারতের প্রতি ১৩ জন অধিবাসীর মধ্যে ১ জন পশ্চিমবঙ্গবাসী । ভারতে জনসংখ্যায় চতুর্থ পশ্চিমবঙ্গ । প্রতি বর্গকিলােমিটারে গড়ে প্রায় ১,০২৯ জন করে মানুষ বাস করে অর্থাৎ জনঘনত্ব ১,০২৯ জন । অতি ঘনত্বপূর্ণ অঞল বলা হয় সেই অঞলকেই যে অঞলের জনসংখ্যা প্রতি বর্গকিলােমিটারে ৫০০ জনের বেশি । এই হিসাবে পশ্চিমবঙ্গ অত্যাধিক জনঘনত্বপূর্ণ অল । ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার ১৩,৯৯ শতাংশ । শহরবাসী ৩১.৮৯ শতাংশ ও গ্রামবাসী ৬৮.১১ শতাংশ । লিঙ্গ অনুপাত ৯৪৭ ।                                                                                     

Post a Comment

0 Comments