Ticker

6/recent/ticker-posts

পশ্চিমবঙ্গের আয়তন,বিস্তার অবস্থান ও প্রতিবেশী রাষ্ট্রসমূহ ।

  

source: adobe stock


পশ্চিমবঙ্গের ভৌগােলিক বিবরণ 

 ভৌগােলিক অবস্থান : 

          স্বাধীন ভারতবর্ষের ২৮ টি অঙ্গরাজ্যের একটি অন্যতম অঙ্গরাজ্য হল পশ্চিমবঙ্গ। এটি ভারতের পূর্বভাগে অবস্থিত এবং অন্য একটি সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের পশ্চিম সীমান্তে অবস্থিত । পশ্চিমবঙ্গ পূর্বদিকে ৮৯ ° ৫৩'০৪ ” পুর্ব দ্রাঘিমারেখা থেকে পশ্চিমে ৮৫ ° ৪৮'২০ ” পূর্ব দ্রাঘিমারেখা এবং উত্তরে ২৭°১৩'১৫ উত্তর অক্ষরেখা থেকে দক্ষিণে ২১ ° ২৫'২৪ " উত্তর অক্ষরেখার মধ্যবর্তী স্থান জুড়ে অবস্থিত । 

          কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃয়নগর , ধুবুলিয়া , বর্ধমান জেলার পূর্বস্থলী , গুসকরা , আউশগ্রাম , রাজবাঁধ , দুর্গাপুর , বাঁকুড়া জেলার দুর্লভপুর এবং পুরুলিয়া জেলার আদ্রা শহরের ওপর দিয়ে প্রসারিত হয়েছে । 

পশ্চিমবঙ্গের আয়তন ও বিস্তার :

          উত্তরে দার্জিলিং জেলার উত্তরসীমা থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূলভাগ পর্যন্ত পশ্চিমবঙ্গের দৈর্ঘ্য ৬২৩ কিলােমিটার এবং পূর্বে উত্তর ২৪ পরগনার পূর্বসীমা থেকে পশ্চিমে পুরুলিয়া জেলার পশ্চিমসীমা পর্যন্ত প্রস্থ প্রায় ৩২০ কিলােমিটার । পশ্চিমবঙ্গের বিস্তার সবচেয়ে কম ( মাত্র ৯ কিলােমিটার ) উত্তর দিনাজপুরে । পশ্চিমবঙ্গের আয়তন ৮৮,৭৫২ বর্গ কিলােমিটার , যা ভারতের মােট আয়তনের মাত্র ২.৭৭ শতাংশ । পশ্চিমবঙ্গ ভারতের রাজ্যগুলাের মধ্যে আয়তনে ত্রয়ােদশ স্থান অধিকার করে । হাঙ্গেরী দেশটি আয়তনে পশ্চিমবঙ্গের সমান । 

রাজনৈতিক অবস্থান , প্রতিবেশী রাষ্ট্রসমূহ :

         পশ্চিমবঙ্গের উত্তরদিকে আছে হিমালয় পর্বতের কোলঘেঁষা প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভুটান ও ভারতের অঙ্গরাজ্য সিকিম । দক্ষিণের শেষ সীমায় রয়েছে বঙ্গোপসাগরের তরঙ্গমালা। ভারতের অসম রাজ্য ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অবস্থান পশ্চিমবঙ্গের পূর্বদিকে । পশ্চিমবঙ্গের পশ্চিমসীমা জুড়ে রয়েছে । বন্ধু রাষ্ট্র নেপাল ও ভারতের তিনটি অঙ্গরাজ্য ঝাড়খণ্ড , বিহার ও ওডিশা । সুতরাং পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্রগুলাে হল:(১)নেপাল , ( ২ )ভুটান ও ( ৩ )বাংলাদেশ । প্রতিবেশী ভারতীয় অঙ্গরাজ্যগুলাে হলঃ (১)ঝাড়খণ্ড , ( ২ )বিহার ,( ৩ ) ওডিশা ,( ৪ ) সিকিম ও ( ৫ ) অসম । ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম ( ১৭০ কিমি ) । ভারতের তথা পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের রপ্তানি - আমদানি বাণিজ্য করবার জন্য ৮ টি থলবন্দর আছে । এর মধ্যে তিনটি গেদে , রাধিকাপুর ও সিঙ্গাবাদে বাণিজ্য চলে রেলপথে এবং সড়কপথে বাণিজ্য চলে মহদিপুর , হিলি , ঘােজাডাঙ্গা , পেট্রাপােল ও প্রঃ চ্যাংরাবান্ধ হয়ে । পশ্চিমবঙ্গকে রাজনৈতিক ও সামরিক দিক থেকে ভারতের মানচিত্রে আলাদা বৈশিষ্ট্য এনে দিয়েছে বিচিত্র এই সীমানা ও পাশাপাশি বিদেশি রাষ্ট্রগুলাের অবস্থানের জন্য ।

Post a Comment

0 Comments