Ticker

6/recent/ticker-posts

দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana) জেলা

source: wikipedia.org

 

স্থাপনকাল  : ১ মার্চ ১৯৮৬ |

ভৌগােলিক অবস্থান : উত্তর অক্ষাংশ ২২°৪৫ ” এবং ২১ ° ২৯০০ - এর মধ্যে বিস্তৃত এবং দ্রাঘিমাংশ ৮৯ ° ০৪৫০ ” পূর্ব থেকে ৮৮ ° ৩৪৫ পূর্বের মধ্যে অবস্থিত । 

সীমানা  : উত্তরে কলকাতা ও উত্তর ২৪ পরগনা , পশ্চিমে হুগলি নদী , পূর্বে বাংলাদেশ ও দক্ষিণে বঙ্গোপসাগর 

 আয়তন : ৯,৯৬০ বর্গকিমি।

 জেলা সদর : আলিপুর।

 মহকুমার সংখ্যা : ৫ টি । আলিপুর সদর , ক্যানিং , ডায়মণ্ডহারবার , কাকদ্বীপ , বারুইপুর।

মৃত্তিকা : পলিগঠিত সমভূমি এবং সুন্দরবনের অন্তর্গত লবনাক্ত মৃত্তিকা।

 জলবায়ু : নাতিশীতােয়। 

নদ - নদী : হুগলি , বিদ্যাধরী , মাতলা , পিয়ালী , ইছামতি , সপ্তমুখী , গােসাবা , হাড়িয়াভাঙা ও জয়মঙ্গল , রায়মঙ্গল , জামিরা । নদীগুলাে জোয়ারের জলে পুষ্ট।

 সাগর : বঙ্গোপসাগর ( কলকাতা থেকে ৪৮ কিমি দক্ষিণে )।

 দ্বীপ : পশ্চিমবঙ্গের একমাত্র এই জেলাতেই দ্বীপ দেখা যায় । রাজ্যের সবচেয়ে বড় দ্বীপ সাগরদ্বীপ । এছাড়াও জম্বুদ্বীপ , ভাঙাদুনিদ্বীপ , লােথিয়ানদ্বীপ , নিউ মুরদ্বীপ , বুলচেরীদ্বীপ উল্লেখযােগ্য।

 স্বাভাবিক উদ্ভিদ :আম , জাম , নারকেলসহ সুন্দরবন অঞলের ম্যানগ্রোভ অরণ্যের সুন্দরী , গরাণ , গেওয়া , কেওড়া , হেঁতাল , পিটুলি প্রভৃতি চিরসবুজ বৃক্ষ এখানকার প্রধান । উদ্ভিদ।

শিল্প : এখানকার প্রধান শিল্পগুলি হল — চমশিল্প , রেডিমেড বস্ত্র , বিস্কুটের কারখানা, বাসন তৈরির কারখানা ও শােলার কাজ ইত্যাদি । 

পুরুষ: ১,২,৭৫৬ জন।

 মহিলাঃ ৩৯ , ৭০,৪১৮ জন।

 জনসংখ্যা বৃদ্ধির হার : ১৮.০৫ শতাংশ ।

 লিঙ্গ অনুপাতঃ ১৯৪৯ ( প্রতি ১০০০ জন পুরুষে ) 

সাক্ষরতার হার : মােট ৭৮.৫৭ শতাংশ । পুরুষ ৮৪,৭২ এবং মহিলা ৭২.০৯ 

পুরসভা ( প্রতিষ্ঠা বছর ) : ৮ টি । রাজপুর - সােনারপুর ( ১৮৭৬ ) , বারুইপুর ( ১৮৬৯ ) , জয়নগর - মজিলপুর ( ১৮৬৯ ) , বজবজ ( ১৯০০ ) , ডায়মন্ডহারবার ( ১৯৮২ ) , মহেশতলা ( ১৯১৩ ) , পূজালি ( ১৯১৩ ) , ক্যানিং ( ২০১০ ) । 

গ্রাম পঞ্চায়েত : ৩১২ টি । 

পঞ্চায়েত সমিতি: ২৯ টি ।

 ব্লক :২৯ টি । বারুইপুর , বাসন্তী , ভানগর -১ , ভানগর -২ , বিষুপুর -১ , বিষ্ণুপুর -২ , বজবজ -১ , বজবজ -২ , ক্যানিং -১ , ক্যানিং -২ , ডায়মন্ডহারবার -১ , ডায়মন্ডহারবার -২ , ফলতা , গােসাবা , জয়নগর -১ , জয়নগর -২ , কাদ্বীপ , কুলপি , কুলতলি , মগরাহাট -১ , মগরাহাট -২ , মন্দিরবাজার , মথুরাপুর -১ , মথুরাপুর -২ , নামখানা , পাথরপ্রতিমা , সাগর , সােনারপুর , ঠাকুরপুকুর - মহেশতলা । 

থানা : ২৭ টি । 

লােকসভা আসন : ৪ টি । ডায়মণ্ডহারবার , যাদবপুর , জয়নগর ( তফশিলি জাতি ) , মথুরাপুর ( তফশিলি জাতি ) ।

 বিধানসভা আসন : ৩১ টি । বাসন্তি ( তফশিলি জাতি ) , গােসাবা ( তফশিলি জাতি ) , ক্যানিং পূর্ব , ক্যানিং পশ্চিম ( তফশিলি জাতি ) , কুলতলি ( তফশিলি জাতি ) , জয়নগর ( তফশিলি জাতি ) , মগরাহাট পশ্চিম , মগরাহাট পূর্ব ( তফশিলি জাতি ) , মন্দিবাজার ( তফশিলি জাতি ) , কুলপি , বিষ্ণুপুর ( তফশিলি জাতি ) , কাকদ্বীপ , সাগর , মহেশতলা , সাতগাছিয়া , বজবজ , ডায়মণ্ডহারবার , ফলতা , বারুইপুর পূর্ব ( তফশিলি জাতি ) , বারুইপুর পশ্চিম , ভাঙড় , যাদবপুর , বেহালা পশ্চিম , বেহালা পূর্ব , পাথরপ্রতিমা , সােনারপুর উত্তর সােনারপুর দক্ষিণ , কসবা , টালিগঞ্জ , মেটিয়াবুরুজ , রায়দীঘি । 

কৃষিজ উৎপাদন : ধান উৎপাদনে পঞম স্থান , গম উৎপাদনে দশম , দুধ উৎপাদনে সপ্তম এবং ডিম , তরমুজ ও লংকা উৎপাদনে পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করে আয়ে এই জেলা । এছাড়া পাট , আলু ও বিভিন্ন রকমের সবজির চাষও হয় ।

 বাণিজ্য কেন্দ্র : গােসাবা , ক্যানিং , ডায়মন্ডহারবার । 

অর্থনীতি : কৃষিভিত্তিক । 

জাতীয় সড়ক: NH ১১৭ এই জেলার ওপর দিয়ে গেছে ।

হাসপাতালের সংখ্যা : সরকারি হাসপাতালের সংখ্যা ৯ টি । স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা ৮৫৩ টি।

 গ্রন্থাগারের সংখ্যা : ১৫৫ টি। 

ডাকঘরের সংখ্যা : ৭৮১ টি। 

ক্রীড়াঙ্গন : যাদবপুর ক্রীড়াঙ্গন। 

প্রধান উৎসব : বনবিবি উৎসব এ জেলার একটি বিখ্যাত উৎসব । সাগরদ্বীপে মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয় । এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মেলা । এছাড়াও সারা বছর বিভিন্ন ধরনের আঞ্চলিক মেলা অনুষ্ঠিত হয় । ২১ মার্চ সুন্দরবন দিবস পালিত হয়। 

আদিবাসী : এই জেলার সুন্দরবন অঞলে ওরাওঁ , মাহাতাে , মুণ্ডা প্রভৃতি আদিবাসীদের বসবাস।

Post a Comment

0 Comments