Ticker

6/recent/ticker-posts

এক নজরে হাওড়া জেলা (Howrah District)

source: adobe stock


স্থাপনকালে : ১৮৪৩ খ্রিস্টাব্দের ২৭ ফেব্রুয়ারি।

 ভৌগােলিক অবস্থান :উত্তর অক্ষাংশ ৩৭ ° ২৭ থেকে দ্রাঘিমাংশ ৮৮ ° ২০ পূর্বের মধ্যে অবস্থিত।

 সীমানা :উত্তরে হুগলি জেলা , দক্ষিণে ও পশ্চিমে মেদিনীপুর এবং পূর্বে হুগলি নদী অবহিত । 

আয়তন  : ১,৪৬৭ বর্গকিমি । 

জেলা সদর : হাওড়া । 

মহকুমার সংখ্যা : ২ টি । হাওড়া সদর , উলুবেড়িয়া ।

 ভূ - প্রকৃতি : পশ্চিম সীমানায় রূপনারায়ণ নদী ও পূর্ব সীমানায় ভাগীরথী নদী দিয়ে ঘেরা হাওড়া জেলার ভূমিখণ্ড পলিগঠিত সমতল । এই জেলার নদীগুলির গতি দক্ষিণ ও দক্ষিণ - পূর্বমুখী । কারণ উত্তর ও উত্তর - পশ্চিমে জমি কিছুটা উঁচু । 

মৃত্তিকা :পলি এবং দোঁআশ মাটি দ্বারা গঠিত । 

জলবায়ু : নাতিশীতষ্ণ । 

নদ - নদী : জেলার প্রধান নদীগুলি হল হুগলি নদী ও তার উপনদী সরস্বতী , দামােদর ও তার দুই শাখানদী কান্য দামােদর ( বা কৌশিকি ) এবং পুরােনাে দামােদর ও রূপনারায়ণ সমগ্র জেলায় অজস্র খাল ও খাঁড়ি ছড়িয়ে রয়েছে । এছাড়া একটি টাইডাল ক্যানাল আছে । 

স্বাভাবিক উদ্ভিদ: আম , জাম , তাল , সুপারি , শাল , সেগুন , কাঠাল ইত্যাদি । 

জনসংখ্যা  : ৪৮,৪১,৬৩৮ জন ( রাজ্যের মােট জনসংখ্যার ৫.৩৩ শতাংশ ) ।

পুরুষ :২৫,০২,৪৫৩ জন ।

 মহিলা : ২৩,৩৯,১৮৫ জন ।

 জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১৩.৩১ শতাংশ। 

লিঙ্গা অনুপাতঃ ৯৬৪ ( প্রতি ১০০০ জন পুরুষে ) 

সাক্ষরতার হার:  মােট ৮৩.৮৫ শতাংশ। পুরুষ ৮৭.৬৯ শতাংশ এবং মহিলা ৭৯.৭৩ শতাংশ 

শিক্ষা প্রতিষ্ঠান :বিশ্ববিদ্যালয় ১ টি । বেঙ্গাল ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়টি এই জেলার শিবপুরে অবস্থিত । 

পুরসভা ( প্রতিষ্ঠা বছর ) : ২ টি । উলুবেড়িয়া ( ১৯৮২ ) , বালি ( ১৮৮৫ ) । 

পুরনিগম: ১ টি । হাওড়া ( ১৮৬২ ) । 

গ্রাম পঞ্চায়েত  : ১৫৭ টি । 

পঞ্চায়েত সমিতি : ১৪ টি । ব্লক : ১৪ টি ।

 থানা : ২০ টি । 

লােকসভা আসন  : ২ টি । হাওড়া ও উলুবেড়িয়া । 

বিধানসভা আসন : ১৬ টি । 

যােগাযােগ ও পরিবহন : জি . টি . রােড , বােম্বে রােভ , দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এই জেলার উল্লেখযােগ্য সড়কপথ । পূর্বরেলের এবং দক্ষিণ - পূর্ব রেলের হাওড়া মূল স্টেশন রয়েছে । এছাড়াও লিলুয়া , রামরাজাতলা , সাঁতরাগাছি , বাগনান ইত্যাদি উল্লেখযোগ্য রেলওয়ে স্টেশন । জাতীয় সড়ক NH - 2 , NH - 6 এই জেলার ওপর দিয়ে গেছে । 

 কৃষিজ উৎপাদন :ধান , পাট , ডাল , তৈলবীজ , আলু , পান প্রভৃতি । 

বাণিজ্য কেন্দ্র :হাওড়া । 

অর্থনীতি : ক্ষুদ্র ও বৃহৎ শিল্পের জন্য হাওড়া জেলা বিখ্যাত । হাওড়ার জাহাজ তৈরি ও মেরামতি শিল্প ভারতে বৃহত্তম । এছাড়াও জেলায় বহু কাপড়ের কল আছে । জেলার আমাঞ্চলের বেশিরভাগ মানুষ চাষবাসের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে । 

শিল্প :পাের্ট ইঞ্জিনিয়ারিং বার্ন স্ট্যান্ডার্ড , গেস্টকিন উইলিয়ামস্ ও গণনা যন্ত্র এখানকার প্রধান প্রধান শিল্প। 

হাসপাতালের সংখ্যা :সরকারী হাসপাতাল ৯ টি । স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা ৪২৯ টি ।

গ্রন্থাগারের সংখ্যা  : ১৩৬ টি । 

ক্রীড়াঙ্গন  : হাওড়া স্টেডিয়াম । থিয়েটার হল  : থিয়েটার হল শরৎ সদন । 

প্রধান উৎসব : দুর্গাপূজা , দোলযাত্রা , দীপাবলী ইত্যাদি ।

Post a Comment

0 Comments