Ticker

6/recent/ticker-posts

অযোধ্যা জ্বলছে 🔥🔥🔥 এই আগুনের পরিনাম কি কি হতে পারে ?


✅1. জঙ্গল আগুনে পুড়ে যাওয়ার ফলে, এবছর আর কোনো নতুন চারা জন্মাবে না।
✅2. শুকনো পাতা পচে জৈবিক সারের কাজ করে, সেটাও এবছর আর হবে না। যে সার জঙ্গলের উদ্ভিদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
✅3. গাছ প্রচুর পরিমানে নষ্ট হওয়ায়, সেই গাছের শিকড় যে জল টা ধরে রাখতো, সেটাও আর সম্ভব নয়। অর্থাৎ, এবছর জঙ্গলের মাটিতে জল না থাকার ফলে মাটি ফেটে রুক্ষতা দেখা যাবে।
✅4. গাছপালা প্রচুর পরিমানে কমে যাওয়ার ফলে এবছর গ্রীষ্মে গরম অনুকূল থাকবে না।
✅5. মৌসুমী বায়ুর অভাবে বৃষ্টিপাতের তারতম্মে ব্যাঘাত ঘটতে পারে, যার ফলে উষ্ণতা ও আদ্রতা সীমা ছাড়াবে।
✅6. জলের স্তর অনেক নীচে চলে যেতে পারে।
7. জঙ্গলের কীট পতঙ্গ জঙ্গলের থেকে বেরিয়ে এসে চাষ/ফসলে বাসা খুঁজবে, এবং সেটা চাষের পক্ষে খুবই ক্ষতিকর।
✅8. আমাদের নিজস্ব দরকারে জঙ্গলের কাঁচা কাঠ (শাল, বিয়ের সময় দরকার হয়), পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে।
✅9. বায়ুতে অক্সিজেন এর পরিমাণ কমে কার্বন ডাই অক্সাইড বাড়বে, যার ফলে global warming বৃদ্ধি পাবে।
✅10. আর সব থেকে বড় বিষয়, আমাদের গর্ব অযোধ্যা পাহাড়ের সৌন্দর্য আমাদের ভবিষ্যৎ কে উপহার দিতে পারব না।🔥🔥🔥

Post a Comment

0 Comments